কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যা: ৩ ভাইয়ের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৬:৫৯ পিএম, ১৫ ফেব্রুয়ারি ২০২২

প্রায় এক যুগ আগে শাহীন হোসেন (৩০) নামের এক কাঠমিস্ত্রিকে কুপিয়ে হত্যায় তিন ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার বিশেষ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আহসান তারেক এ রায় দেন। নিহত শাহীন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

দণ্ডপ্রাপ্তরা হলেন, পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের চরপাড়ার গ্রামের শাহেদ আলীর তিন ছেলে বাবু (৩৮), মোস্তফা (৩২) এবং আবু (৩৫)। সাজাপ্রাপ্ত সবাই পলাতক রয়েছেন।

jagonews24

মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ২৭ জুলাই রাতে কাজ শেষে বাড়ি ফেরার পথে মালঞ্চির রামানন্দপুরের কালভার্ট রোডে পৌঁছামাত্র পূর্বপরিকল্পিতভাবে আসামিরা চাপাতি, টাংগি, লাঠি, লোহার রড, তলোয়ার দিয়ে কুপিয়ে ও পিটিয়ে শাহিনকে গুরুতর আহত করে। এসময় আশপাশের লোকজন তাকে আশঙ্কাজনক অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পরদিন নিহতের স্ত্রী মোছা. সীমা খাতুন ১০ জনের নাম উল্লেখ করে পাবনা সদর থানায় হত্যা মামলা করেন। দীর্ঘ তদন্ত শেষে তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। দীর্ঘ শুনানির পর হত্যায় সরাসরি জড়িত থাকায় তিন ভাইকে [যাবজ্জীবন কারাদণ্ড][ Imprisonment] দেন আদালত।

আমিন ইসলাম জুয়েল/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।