চেতনানাশক খাইয়ে টাকা লুট, ৫ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:১৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
দণ্ডপ্রাপ্ত আজিজুল হক

ঝালকাঠিতে চেতনানাশক খাইয়ে ঠিকাদারের আট লাখ ৬০ হাজার লুটের ঘটনায় আজিজুল হক (৪২) নামের এক ব্যক্তিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের দণ্ড দেওয়া হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে যুগ্ম ও দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক মো. সাইফুল আলম এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত আজিজুল হক সদর উপজেলার রমনাথপুর গ্রামের আব্দুল হামেদ মাঝির ছেলে।

আদালতের সরকারি কৌঁসুলি এম এ জলিল জানান, ২০১৫ সালের ১৭ জুলাই দায়ের করা মামলার ৩১ আগস্ট আদালতে প্রতিবেদন দেয় পুলিশ। ওই বছরের ১৭ নভেম্বর মামলার চার্জ গঠন করে আদালত। ১৩ জন সাক্ষীর মধ্যে আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামি আজিজুলকে পাঁচ বছরের কারাদণ্ড দেন।

আতিকুর রহমান/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।