ব্রা‏হ্মণবাড়িয়ায় স্কুলছাত্রীকে দেওয়া হলো পর পর ৩ ডোজ টিকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রা‏হ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
কসবা স্বাস্থ্য কমপ্লেক্স

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাদিয়া (১৫) নামে ১০ম শ্রেণির এক ছাত্রীকে পর পর তিন ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পানিয়ারূপ সিরাজুল হক স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। সাদিয়া ওই স্কুলের ১০ম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী। সে উপজেলার বিলঘর গ্রামের মো. জয়নাল আবেদীনের মেয়ে।

খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দ্বিতীয় ডোজের টিকা নিতে স্কুলে আসে সাদিয়া। এ সময় তাকে পর পর তিন ডোজ টিকা দেওয়া। এতে ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় সাদিয়ার পরিবারের লোকজনের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শিক্ষার্থী সাদিয়া বলে, গত ১২ জানুয়ারি প্রথম ডোজ টিকা গ্রহণ করি। আজ দ্বিতীয় ডোজের ফাইজার টিকা নিতে এলে আমাকে একসঙ্গে তিন ডোজ টিকা দেওয়া হয়। এতে আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরুপ পাল জাগো নিউজকে বলেন, এর আগে এমন ঘটনা হয়নি। কেন এমন হলো বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আবুল হাসনাত মো. রাফি/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।