খাগড়াছড়িতে বিজিবির মানবিক সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৯:৪২ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
অসহায় বৃদ্ধকে কম্বল দেওয়া হচ্ছে

খাগড়াছড়িতে শীতার্ত ও হতদরিদ্র মানুষকে মানবিক সহায়তা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পলাশপুর ব্যাটালিয়ন সদরে এ সহায়তা দেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন। মানবিক সহায়তায় ছিল- শীতবস্ত্র, খাদ্য সামগ্রী, টিন, বিনামূল্যে ওষুধ।

খাগড়াছড়িতে বিজিবির মানবিক সহায়তা

এ সময় আরও উপস্থিত ছিলেন- পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, উপ-অধিনায়ক মেজর মো. খসরু রায়হান, ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোহা. দেলোয়ার হোসাইনসহ পদস্থ সামরিক কর্মকর্তারা।

এর আগে অফিসার্স মেস এলাকায় বৃক্ষরোপণ, কোয়ার্টার গার্ড পরিদর্শন ও সালাম গ্রহণ এবং চিত্তবিনোদন কক্ষে বিজিবির সৈনিকদের সঙ্গে মতবিনিময় করেন ২৪ আর্টিলারি ব্রিগেড এবং গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. কামাল মামুন।

মুজিবুর রহমান ভুইয়া/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।