গাজীপুরে বায়ু দূষণের দায়ে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৭:৪০ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

গাজীপুরে বায়ু দূষণের দায়ে দুই ঠিকাদারী প্রতিষ্ঠান ও একটি স্টিল কারখানার জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এ জরিমানা করেন। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারী।

jagonews24

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী স্টেশন রোড, কলেজ গেট ও সাইনবোর্ড এলাকায় বায়ু দূষণ বিরোধী অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। এ সময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে উন্মুক্ত স্থানে যত্রতত্র নির্মাণসামগ্রী রেখে বায়ু দূষণ ও পানি না ছিটানোর কারণে বিআরটি প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিজিজিসির ৭০ হাজার ও জেপিইজির ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাইনবোর্ড এলাকায় অতিরিক্ত দূষক নির্গত করে বায়ু দূষণের দায়ে এলিট আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানার দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান দুটিকে মহাসড়কে নির্মাণসামগ্রী ঢেকে রাখাসহ নিয়মিত পানি ছিটানো এবং স্টিল কারখানা বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ, উপ-পরিচালক (মনিটরিং) মো. আব্দুস সালাম সরকার, উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) আহমেদ কবীর, পরিবেশ অধিদপ্তরের গাজীপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক নয়ন মিয়া প্রমুখসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।