মদন হাজির মেলা বন্ধ, ১৪৪ ধারা জারি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের খলিশপট্টিতে তিন দিনব্যাপী শুরু হওয়া ঐতিহ্যবাহী মদন হাজির মেলা বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. তাসলিমা আকতার মেলা ভেঙে দেন।

jagonews24

তিনি জাগো নিউজকে বলেন, দেশে করোনার সংক্রমণ বাড়ছে। সংক্রমণ রোধে মেলা ভেঙে দিয়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে।

তিনি আরও বলেন, করোনা পরিস্থিতিতে মেলার খবর পেয়ে বিষয়টি সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামানকে অবগত করি। খবর পেয়ে তিনি মেলা প্রাঙ্গণে আসেন এবং করোনা সংক্রমণ রোধে মেলা ভেঙে দিতে বলেন। পরে নিজে উপস্থিত থেকে দোকান বন্ধ করতে নির্দেশ দেন।

এন কে বি নয়ন/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।