পদ না পাওয়ার আশঙ্কায় আ’লীগ নেতার মাতম, ভিডিও ভাইরাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২৮ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২
পদ না পাওয়ার আশঙ্কায় এক আওয়ামী লীগ নেতার মাতম। ছবি-ভিডিও থেকে নেওয়া

সিরাজগঞ্জের বেলকুচি পৌর আওয়ামী লীগের সম্মেলন চলছে। তবে সম্মেলন শেষ হওয়ার আগেই বিএনপি-জামায়াত থেকে নেতা বানানো হচ্ছে—এমন অভিযোগ এনেছেন একজন সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

এ অভিযোগ এনে কান্নাকাটিও করেছেন ওই প্রার্থী। তার আহাজারির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ওই ব্যক্তির নাম আব্দুর রহমান। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। তিনি ওয়ার্ডের সাবেক সহ-সাধারণ সম্পাদক।

১ মিনিট ৯ সেকেন্ডের ওই ভিডিওতে আব্দুর রহমানকে বলতে শোনা যায়, ‘আমি একজন আওয়ামী পরিবারের সন্তান। আমাকে বাদ দিয়ে বিএনপি-জামায়াত থেকে নেতা বানানোর পাঁয়তারা চলছে।’ বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি।

পুরো ভিডিওতে ওই প্রার্থীকে মাতম করতে দেখা যায়। মাতম করতে করতে একবার মাটিতে পড়েও যান। তাকে এক ব্যক্তি ধরে আছেন। তিনি তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার শ্যামকিশোর উচ্চ বিদ্যালয় মাঠে ওয়ার্ড আওয়ামী লীগের এ সম্মেলন শুরু হয়।

দলীয় সূত্র জানায়, ১০ ফেব্রুয়ারি থেকে বেলকুচি উপজেলার ছয়টি ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিটি ওয়ার্ড সম্মেলন শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ বেলকুচি পৌরসভায় ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

সম্মেলনে সভাপতি পদে তিনজন ও সাধারণ সম্পাদক চারজন পদপ্রত্যাশী রয়েছেন।

জানতে চাইলে বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক সরকার জাগো নিউজকে বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন পরিচালনা হচ্ছে। কে নেতা হবেন, কে হবেন না সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আর কে কান্নাকাটি করছেন এটা আমাদের জানার বিষয় না।’

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।