ফরিদপুরের আরামবাগ হাসপাতাল ফের বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০২:৫৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
বন্ধ হওয়া আরামবাগ হাসপাতাল

ফরিদপুরে বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি নিয়ন্ত্রণ আইন না মানায় আরামবাগ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার ফের বন্ধ ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমাম আল রাজি টুলু এ আদেশ দেন।

jagonews24

তিনি বলেন, হাসপাতালটিতে ১০ বেডের স্থলে ১৮ বেড, অস্বাস্থ্যকর অপারেশন থিয়েটার ও মেয়াদোত্তীর্ণ লাইসেন্সসহ নানা অসঙ্গতির কারণে হাসপাতালটি বন্ধ করে দেওয়া হয়।

এ বিষয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত রোগীদের অন্যত্র সরিয়ে নিয়ে হাসপাতালটি বন্ধের ঘোষণা কার্যকর করা হয়।

jagonews24

এর আগে এক প্রসূতির সিজারের সময় নবজাতকের হাত ভেঙে ফেলার ঘটনায় হাসপাতালটি বন্ধ ঘোষণা করা হয়েছিল। এক ডাক্তার, নার্সসহ কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে ক্ষতিগ্রস্ত পরিবার।

এন কে বি নয়ন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।