টঙ্গীতে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৮:০৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বসতবাড়িতে আগুনে পুড়ে আব্দুর রহমান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে টঙ্গীর পাগার ঝিনুমার্কেট এলাকার সাদেক আহমেদের ভাড়া বাড়ির একটি কক্ষে এ অগ্নিকাণ্ড ঘটে। মৃত আব্দুর রহমান ময়মনসিংহের কোতোয়ালি থানার চক শ্যামরামপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে। সে টঙ্গী আল কাউসার তাহমিজুল কোরআন মাদরাসার নুরানি বিভাগের শিক্ষার্থী।

টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা ইকবাল হাসান জাগো নিউজকে বলেন, শুক্রবার বিকেলে পাগার এলাকার সাদেক আহমেদের টিনসেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুনে ক্ষতিগ্রস্ত ঘরের খাটের নিচ থেকে পুড়ে যাওয়া শিশুর মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত।

টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জাগো নিউজকে বলেন, মরদেহটি সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মো. আমিনুল ইসলাম/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।