শ্রীপুরে ২ যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৩:৫৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২
ডাকাতির প্রস্তুতিকালে আটক দুই যুবক

গাজীপুরের শ্রীপুরে ডাকাতির প্রস্তুতিকালে দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার দেওয়ানের চালা এলাকা থেকে তাদের আটক করা হয়।

jagonews24

আটকরা হলেন- ময়মনসিংহের ভালুকা উপজেলার মোস্তফার ছেলে ইয়াসিন (২৫) ও একই জেলার নান্দাইল উপজেলার উদয়ন গ্রামের আবুল কালামের ছেলে নাইম (২২)।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাজাহারুল ইসলাম বলেন, ভোরে দুই যুবককে নিরাপত্তকর্মীদের সন্দেহ হয়। পরে স্থানীয়দের সংবাদ দিলে তারা ধাওয়া দিয়ে পিকআপসহ দুজনকে আটক করে। তবে অন্য দুজন পালিয়ে যান। এসময় তাদের কাছ থেকে তালা ভাঙার কাটার, রামদাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। এ বিষয়ে ইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

ফয়সাল আহমেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।