পরকীয়ায় জড়িয়ে সংসার হারালেন নারী, কারাগারে প্রেমিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:০৯ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২২
গ্রেফতার আজমির হোসেন

নোয়াখালীর হাতিয়ায় প্রেমিকার করা ধর্ষণ মামলায় আজমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গত ২৭ জানুয়ারী আজমিরের বিরুদ্ধে নোয়াখালী আদালতে ধর্ষণ মামলাটি করেছিলেন ওই নারী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন জাগো নিউজকে এতথ্য নিশ্চিত করেছেন।

রোববার (২০ জানুয়ারি) ধর্ষণের শিকার ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

গ্রেফতার আজমির হোসেন হাতিয়ার বুড়িচর ইউনিয়নের বড়দেউল গ্রামের হাসান উদ্দিনের ছেলে।

স্থানীয় ও মামলা সূত্র জানায়, ওই নারী (৩৮) স্বামী-সংসার থাকাবস্থায় বিবাহিত আজমিরের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ৩১ ডিসেম্বর আজমির তাকে ধর্ষণ করেন। এ ঘটনা জানাজানির পর ওই নারীর স্বামী তাকে তালাক তিনি আজমিরকে বিয়ের জন্য চাপ দেন। এতে তিনি রাজি না হওয়ায় গত ২৭ জানুয়ারি নোয়াখালী আদালতে ধর্ষণ মামলা করেন ওই নারী। বিচারক মামলাটি রজু করে ব্যবস্থা নিতে হাতিয়া থানার ওসিকে নির্দেশ দেন।

গ্রেফতারের পর আজমির হোসেন জানান, তিনি ওই নারীকে কয়েকদিন আগে বিয়ে করেছেন। এখন বিষয়টি আদালতে মীমাংসা করতে তারা উভয়ে রাজি আছেন।

ইকবাল হোসেন মজনু/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।