পিকআপচালকের সিটের নিচ থেকে ৩ বস্তা ফেনসিডিল জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০২২
ফেনসিডিলসহ গ্রেফতার ব্যক্তিরা

বগুড়ার আদমদীঘির সান্তাহারে পিকআপচালকের সিটের নিচে তিন বস্তা ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৭টার দিকে তাদের আটক করা হয়। দুপুরে তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন-নারায়ণগঞ্জের আড়াইহাজারের লস্করদীর মমিন খানের ছেলে মোস্তাক খান (২১), নরসিংদীর পলাশ উপজেলার কামারবাড়ি গ্রামের মৃত রাজ্জাক রাজার ছেলে রতন ফালু (২৪) ও একই এলাকার হাসানহাটা গ্রামের শাফি উদ্দিনের ছেলে শরীফ হেসেন সাকিল (২০)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক নাজিম উদ্দীন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদ ছিল টাটা কোম্পানির একটি পিকআপ বগুড়ার দিকে যাচ্ছে। গাড়িটিতে মাদক রয়েছে। উপজেলার সান্তাহার পৌরশহরের হবির মোড় এলাকায় পিকআপটি (ঢাকা মেট্রো ন-১৮-৩৬৩২) পৌঁছালে তল্লাশি করা হয়। এসময় চালকের সিটের নিচে কৌশলে লুকানো তিন বস্তা ফেনসিডিল উদ্ধার করা হয়। বস্তা তিনটিতে মোট ৯০ বোতল ফেনসিডিল ছিল।

এসময় গাড়িটি জব্দ ও তিন মাদক কারবারিকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পরিদর্শক নাজিম উদ্দীন।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।