দুই বছর কারাভোগের পর দেশে ফিরলেন দুই নারী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০২২
বেনাপোল পোর্ট থানায় নেওয়া হচ্ছে দুই নারীকে

দালালের খপ্পরে পড়ে ভারতে পাচার হওয়ার দুই বছর পর দেশে ফিরেছেন দুই নারী।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে তারা দেশে ফিরেন।

ফেরত আসা এক নারী জানান, তারা পুনে শহরে বাসা-বাড়ির কাজের সময় পুলিশের কাছে ধরা পড়ে। এরপর তাদের আদালতের মাধ্যমে শহরের একটি সরকারি ওমেন নামের শেল্টার হোমে রাখা হয়। সেখানে প্রায় দুই বছর থাকার পর দেশে ফিরি।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, ভালো কাজের প্রলোভনে পড়ে দুই বছর আগে অবৈধ পথে ভারত যান। ভারতের পুনে শহরে বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন। এরপর আজ (মঙ্গলবার) বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে আসেন। ইমিগ্রেশনের কাজ শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, থানার আনুষ্ঠানিকতা শেষে যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার নামের একটি বেসরকারি মানবাধিকার সংস্থার কাছে হস্তান্তর করা হয়েছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের ফিল্ড অফিসার রোকেয়া খাতুন জানায়, যোগাযোগ করে তাদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।