স্কুলছাত্রীকে উত্ত্যক্ত, জরিমানা গুনলেন তিন যুবক
বগুড়ার আদমদীঘিতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় তিন যুবককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার রাত ৮টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবা হক এ দণ্ড দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের হেলালিয়া হাট এলাকায় এক স্কুলছাত্রী প্রাইভেট পড়া শেষে বাড়ি ফিরছিল। এসময় মোটরসাইকেলে ওই তিন যুবক ছাত্রীর সামনে গিয়ে তাকে উত্ত্যক্ত করে। খবর পেয়ে এলাকাবাসী তিনজনকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবা হক জানান, দণ্ডপ্রাপ্ত তিনজন ওই স্কুলছাত্রীর পূর্ব পরিচিত বা এই এলাকার বাসিন্দা নয়।
জেডএইচ/