যে কোনো সময় ধসে পড়তে পারে ব্রিজটি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৭:৩৬ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২২
ভাঙাচুরা ও জরাজীর্ণ ব্রিজ দিয়ে চলাচল করছে মানুষ

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের জামতলা বাজার থেকে বালুন্ডা সড়কের মাঝামাঝি সংলগ্ন ব্রিজটি মরণফাঁদে পরিণত হয়েছে। ভাঙাচোরা ও জরাজীর্ণ অবয়ব নিয়ে দীর্ঘ ৩ বছর অতিক্রম করলেও হয়নি মেরামত। ফলে বন্ধ আছে ভারী যানবাহনের চলাচল। ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণসহ পথচারীদের।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ব্রিজের মাঝ অংশ ভেঙে নিচের দিকে ঝুঁকে পড়েছে। তাই মাটি দিয়ে কোনোরকম ব্রিজের ওপরের অংশ সমান করা হয়েছে। ব্রিজের নিচের অংশের সুরকি খসে পড়ে রড দৃশ্যমান হয়েছে। এতে প্রাইভেটকার, ভ্যানসহ ছোট যানবাহন চলাচলেও সমস্যা হচ্ছে। ফলে যেকোনো সময় ব্ররিজটি ধসে পড়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। দ্রুত ব্রিজটি সংস্কার বা নতুন ব্রিজ নির্মাণ করে পথচলা সুগম করার দাবি তাদের।

jagonews24

এ বিষয়ে বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক জাগো নিউজকে বলেন, আমি নির্বাচিত হওয়ার পর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকৌশলীর কাছে রাস্তাঘাট সংস্কারের দাবি জানিয়ে আসছি। এলাকার জনগণ দুর্ভোগের মধ্যে আছে। বিশেষ করে এ সড়কটি ব্রিজসহ তাড়াতাড়ি সংস্কার হয় যেন, সে বিষয়টি প্রশাসনের কাছে জানিয়েছি। ব্রিজটি দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন।

শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান জাগো নিউজকে বলেন, জামতলা বাজার থেকে পুটখালি সড়কের একটি ব্রিজের স্ল্যাব ভেঙে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এটা দ্রুত সংস্কারের জন্য তালিকা করে ঢাকায় পাঠানো হয়েছে। টেন্ডার হয়ে প্রক্রিয়াধীন আছে। দ্রুত কাজটি শুরু হবে। আশা করছি জনগণের ভোগান্তি লাঘব হবে।

jagonews24

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর আলিফ রেজা জাগো নিউজকে বলেন, পুটখালি ইউনিয়নগামী একটি ব্রিজ ভেঙে গেছে বলে জানতে পেরেছি। সংশ্লিষ্ট চেয়ারম্যান ও উপজেলা প্রকৌশলীর সঙ্গে কথা বলেছি। যাতে দ্রুত সংস্কার করে যান ও পথচারী চলাচল স্বাভাবিক করা যায় সে ব্যাপারে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে।

মো. জামাল হোসেন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।