প্রক্টরের মামলায় গ্রেফতার দেখনো হলো তিনজনকে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০১:০৩ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আটক তিনজনকে প্রক্টরের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- শহরতলীর সোনাকূড় গ্রামের পিয়াল (২২), সুইপার কলোনীর অন্তর (২২) এবং জীবন (২৩)।

jagonews24

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রাজিউর রহমান বাদী হয়ে অজ্ঞাত ৭-৮ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন। বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ধর্ষণের ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার ওই শিক্ষার্থী তার বন্ধুর সঙ্গে গোপালগঞ্জ সদর উপজেলার নবীনবাগ এলাকায় হেলিপ্যাডের সামনে থেকে হেঁটে আসছিলেন। পথিমধ্যে এক অটোরিকশা থেকে তাদের তুলে নেওয়া হয়। পরবর্তীতে ৭-৮ জন মিলে তাদের গোপালগঞ্জ জেলা প্রশাসন স্কুল ও কলেজ এর নির্মাণাধীন ভবনে নিয়ে ওই শিক্ষার্থীর সঙ্গে থাকা সহপাঠীকে মারধর করে এবং ওই শিক্ষার্থীকে ধর্ষণ করে। ওই শিক্ষার্থীকে গোপালগঞ্জ আড়াইশ বেড জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

jagonews24

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ অ্যান্ড অপারেশন) নিহাদ আদনান তাহিয়ান বলেন, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে অভিযান চালানো হয়েছে। আমাদের টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে।

jagonews24

এদিকে এ ঘটনার প্রতিবাদে সকাল ৬টার মধ্যে অপরাধীদের শনাক্ত এবং গ্রেফতারের দাবি জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। পরবর্তীতে ধর্ষকদের গ্রেফতার ও উপযুক্ত শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার পর থেকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় যানবাহন চলাচল বন্ধ করে অবরোধ করছেন শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মেহেদী হাসান/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।