‘শব্দ দূষণের রোগী এখন ঘরে ঘরে’
‘শব্দ দূষণের রোগী এখন ঘরে ঘরে। এখনই প্রতিকার দরকার। রাত এবং দিনের শব্দের মাত্রার তুলনামূলক চিত্র তুলে ধরে সবাইকে গণহারে সচেতন করতে হবে। একই সঙ্গে দূষণকারীদের শাস্তির আওতায় আনতে হবে।’
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) জেলা প্রশাসকের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
‘শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ শীর্ষক এ সভার আয়োজন করে ই কিউ এম এস কনসাল্টিং লিমিটেড এবং বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্র (ক্যাপস)।
ফরিদপুর জেলা পরিবেশ কার্যালয়ের উপ-পরিচালক এ এইচ এম রাশেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুরের ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ বদরুদ্দোজা, ফরিদপুর জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুর রহমানসহ আরও অনেকে।
সভায় ডা. মো. শাহ আলম বলেন, শব্দ দূষণের রোগী এখন ঘরে ঘরে। বিশেষ করে যারা হার্ট অ্যাটাকের রোগী তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন। শব্দ দূষণের কারণে মাথাব্যথা, কানে কম শোনাসহ নানা রোগের উদ্রেক হয়। শব্দ দূষণ ই নিয়ন্ত্রণ না করা যায়, তাহলে ভয়াবহতা অনেক বেশি পরিমাণে মুখোমুখি হতে হবে।
এন কে বি নয়ন/এএইচ/জিকেএস