হাসপাতালে কুপিয়ে যখমের ঘটনায় মামলা, তদন্ত কমিটি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৪ ফেব্রুয়ারি ২০২২
আহত ফাইন রহমান

ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি রোগীর স্বামী ফাইন রহমানকে কুপিয়ে যখমের ঘটনায় মামলা হয়েছে। এছাড়া ঘটনা তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ছুরিকাঘাতের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতেই আহত ফাইন রহমানের স্ত্রী হিরা বেগম বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেছেন।

মামলার আসামিরা হলেন, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়ন, হাসপাতালের নার্স ইলা সিকদার ও নার্সিং সুপারভাইজার জহুরা বেগম। এ ছাড়া মামলায় অজ্ঞাতনামা আরও দুজনকে আসামি করা হয়েছে।

ফরিদপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম এ জলিল জাগো নিউজকে বলেন, বৃহস্পতিবারের তারিখে মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে গঠিত কমিটির প্রধান করা হয়েছে ফরিদপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট আবু আহমেদ আব্দুল্লাকে। সদস্য সচিব করা হয়েছে ডেপুটি সিভিল সার্জন শাহ মো. বদরুদ্দোজাকে। কমিটির অপর তিন সদস্য হলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতেমা বেগম, ফরিদপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা গণেশ কুমার আগরওয়ালা এবং উপসেবা তত্ত্বাবধায়ক মর্জিনা বেগম।

ফরিদপুর সিভিল সার্জন মো. ছিদ্দীকুর রহমান জাগো নিউজকে বলেন, তদন্ত কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। হাসপাতালে সংঘটিত ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এছাড়া হাসপাতালে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে কথা কাটাকাটির জেরে নার্স ইলা সিকদার তার লোকদের ডেকে ফাইন রহমানকে কুপিয়ে যখম করে। আহত ফাইন রহমান বর্তমানে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এন কে বি নয়ন/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।