বগুড়ায় নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২
মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে

বগুড়ায় বিসিক শিল্পনগরী এলাকার মাসুদ মেটালের বর্জ্য পানি নিষ্কাশনের ট্যাংক থেকে নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন-বগুড়া সদর উপজেলার সরলপুর এলাকার জব্বার আলীর ছেলে আব্দুল হান্নান (৪৫) ও শিবগঞ্জ উপজেলার সাগরকান্দি গ্রামের মৃত হাসু প্রমাণিকের ছেলে শামসুল হক (৬০)।

jagonews24

তাদের মাথার পেছনে আঘাতের এবং গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে বলে জানান বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল হক।

মাসুদ মেটালের স্বত্বাধিকারী সাজ্জাদুর রহমান জানান, হান্নান ও শামসুল বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ভোর থেকে নিখোঁজ ছিলেন। ওইদিনই হান্নানের মোবাইল থেকে তার কাছে ক্ষুদেবার্তা পাঠানো হয়। সেখানে লেখা ছিল—‘নিখোঁজ দুইজনের খোঁজ পেতে হলে ৫ লাখ টাকা দিতে হবে। লালমনিরহাট জেলায় টাকা নিয়ে যেতে হবে’।

তিনি আরও বলেন, ‘শুক্রবার সকালেও হান্নানের মোবাইল থেকে আবারো ক্ষুদেবার্তা পাঠানো হয়। বলা হয়—‘সামনে তোদের জন্য বড় বিপদ অপেক্ষা করছে’। ফোনে এ ধরনের হুমকি পেয়ে কারখানার চারপাশে ভালোভাবে খোঁজাখুঁজি শুরু করা হয়। পরে কারখানার বর্জ্য পানি নিষ্কাশনের ট্যাংক থেকে তাদের মরদেহ পাওয়া যায়।

পরিদর্শক জাহিদুল হক জানান, নিখোঁজ দুই নৈশপ্রহরীর মরদেহ উদ্ধার করে শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।