পার্কে নিয়ে কিশোরীকে ধর্ষণ-হত্যার হুমকি, কারাগারে পার্কমালিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:২৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

যশোরের মনিরামপুরে এক স্কুলছাত্রীকে পার্কে নিয়ে ধর্ষণ ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় পার্কের মালিককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

ওই ব্যক্তির নাম আবদুর রহমান। তিনি উপজেলার তাহেরপুরে অবস্থিত আল আমিন আনন্দ বিনোদন পার্কের মালিক।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে বিকেলে তার বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

ধর্ষণের শিকার কিশোরী অষ্টম শ্রেণির ছাত্রী। তার বাবা পেশায় দিনমজুর ও মা যশোরের অভয়নগরে একটি পাটকলে শ্রমিকের কাজ করেন। তারা ওই পার্কের পাশেই একটি ভাড়া বাড়িতে থাকেন।

মামলা সূত্রে জানা যায়, পাশাপাশি বাড়ির বাসিন্দা হওয়ায় ওই কিশোরী আব্দুর রহমানের পরিচিত। প্রায়ই কিশোরীর সঙ্গে কথা বলতেন আব্দুর রহমান। বাবা-মা বাড়িতে না থাকার সুবাদে তিনি মেয়েটিকে বিভিন্ন লোভ দেখিয়ে গত বছরের ১৬ ডিসেম্বর সন্ধ্যায় পার্কের ভেতরে ডেকে নেন। এরপর পার্কের একটি কক্ষে তাকে ধর্ষণ করেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, এ ঘটনার পর আব্দুর রহমান ওই কিশোরীকে বিভিন্ন ভয়-ভীতি দেখান। ঘটনা প্রকাশিত হলে তিনি কিশোরীকে খুন করে ফেলার হুমকি দেন।

গত শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আব্দুর রহমান ফের মেয়েটিকে ফুসলিয়ে পার্কের ভেতরে ডেকে নিয়ে যান। একই ঘরে তিনি তাকে ধর্ষণচেষ্টা করলে মেয়েটির চিৎকার শুনে তার মা এগিয়ে মেয়েকে উদ্ধার করেন।

মনিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) গাজী মো. মাহবুবুর রহমান বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার জন্য মেয়েটিকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

মিলন রহমান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।