গাজীপুরে ঘর থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০২:২৪ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

গাজীপুরের কালিয়াকৈরে ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত স্বামী আকাশ হোসেন (২১) রাজশাহীর বাঘমারা উপজেলার নিচুকাতিলা গ্রামের রহিদুল ইসলামের ছেলে এবং স্ত্রী সালমা আক্তার (১৮) দিনাজপুরের পার্বতীপুরের কাশিপুর এলাকার মো. রনির মেয়ে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, গত দুই মাস আগে তাদের বিয়ে হয়। পরে মৌচাক এলাকার স্থানীয় আহমদনগর এলাকার জাহাঙ্গীর হোসেনের বাড়ির একটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। স্ত্রী সালমা স্থানীয় কার্টুন ফ্যাক্টরিতে চাকরি করেন। স্বামী আকাশ অটোরিকশা চালান। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতের খাবার শেষে তারা ঘুমাতে যান। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে ঘরের দরজা না খোলায় প্রতিবেশীরা জানালা দিয়ে তাদের মরদেহ ঝুলতে দেখে ৯৯৯ এ ফোন দেয়। খবর পেয়ে মৌচাক ফাঁড়ির পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।

মৌচাক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তারা আত্মহত্যা করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।