স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে ওঠার পরদিন মিললো যুবকের মরদেহ
পটুয়াখালীর একটি আবাসিক হোটেল থেকে শামিম (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে পৌর শহরের ডক্টরস পয়েন্টের এমআলী হোটেলের ৩০৭ নম্বর কক্ষের বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মৃত শামিম সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের আবদুর রজ্জাক হাওলাদারের ছেলে। তিনি পৌর শহরের নুর ক্লিনিকের অফিস সহায়ক ছিলেন।
স্বামী-স্ত্রী পরিচয়ে এক নারীকে নিয়ে শামিম ওই হোটেলে ওঠেন বলে জানা যায়।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে হোটেল কর্তৃপক্ষ আমাদের ফোন করে জানায় যে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে রুম বুকিং করে তারা দুজন একসঙ্গেই ছিলে। ওই নারী হোটেল কর্তৃপক্ষকে আত্মহত্যার বিষয়টি জানায়।
পটুয়াখালী সদর থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম মজুমদার জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। শামিমের স্ত্রী পরিচয় দেওয়া নারী ও হোটেল ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ চলছে।
আব্দুস সালাম আরিফ/এসজে/জেআইএম