শরীয়তপুরে টিকা নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:০২ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০২২
শরীয়তপুরে ভ্রাম্যমাণ বুথে করোনা টিকা দেওয়া হচ্ছে

দেশের এক কোটি মানুষকে আজ করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ দিচ্ছে সরকার। গণটিকাদানের এই দিনে শরীয়তপুরে ভ্রাম্যমাণ টিকা বুথের মাধ্যমে জেলার বিভিন্ন গ্রামে ও হাটবাজারে গিয়ে টিকা দেওয়া হচ্ছে। জেলার অসুস্থ, শারীরিক প্রতিবন্ধী ও বয়স্ক ব্যক্তিদের জন্য জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া গণটিকার এই ডোজ পেতে কোনো ধরনের নিবন্ধন কিংবা কাগজপত্র লাগছে না। জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয়পত্র নেই এমন ব্যক্তিরাও আজ টিকা নিতে পারছেন।

জানা গেছে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) সারাদেশের মতো শরীয়তপুর জেলায়ও গণটিকাদান কর্মসূচি চলছে। আজ সকালে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উদ্যোগে শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের বালাখানা এলাকায় ভ্রাম্যমাণ টিকা বুধের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. পারভেজ হাসান। এসময় শরীয়তপুর সদর উপজেলার চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর সদর নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনদীপ ঘরাইসহ স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ টিকা বুথের বিষয়ে ইউএনও মনদীপ ঘরাই বলেন, ভ্রাম্যমাণ টিকা বুথে যারা আসছেন, তাদের সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র না থাকলে মুঠোফোন নম্বরের মাধ্যমে টিকা কার্ড করে দেওয়া হচ্ছে। এ কার্ডই টিকার প্রমাণ হিসেবে ব্যবহার করা যাবে।

তিনি আরও বলেন, গণটিকাকে কেন্দ্র করে ভ্রাম্যমাণ টিকা বুথের ভাবনার জন্য জেলা প্রশাসককে ধন্যবাদ জানাই।

ভ্রাম্যমাণ বুথে টিকা নেওয়া সদর উপজেলার বালাখানা এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, এর আগে আমরা করোনা টিকা দিইনি। ভ্রাম্যমাণ বুথ পেয়ে টিকা দিলাম। এমন উদ্যোগ না নেওয়া হলে হয়তো টিকা দেওয়া হতো না। জেলা প্রশাসক ও স্বাস্থ্য বিভাগের এটি একটি অনন্য উদ্যোগ। এমন উদ্যোগকে সাধুবাদ জানাই।

মো. ছগির হোসেন/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।