শরীয়তপুর আইনজীবী সমিতির সভাপতি জহিরুল সম্পাদক সাঈদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ১১:০৫ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২
সভাপতি অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আবু সাঈদ

শরীয়তপুরে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট মো. জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. আবু সাঈদ নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে রাতে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচনে ১৫টি পদে ২৭জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৫০ জন ভোটারের মধ্যে ২৪১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি পদে অ্যাডভোকেট অমিত ঘটক চৌধুরী, সহসভাপতি পদে অ্যাডভোকেট জালাল আহমেদ সবুজ, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. কবির হোসেন, সহসাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল হক, অডিটর সম্পাদক পদে অ্যাডভোকেট বজলুর রহমান, অর্থ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আসিফ হোসেন সেজান ও লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট খবির উদ্দিন নির্বাচিত হয়েছেন।

এছাড়া সদস্য হয়েছেন- অ্যাডভোকেট আসাদুল ইসলাম শুভ্র, অ্যাডভোকেট মো. নজরুল ইসলাম, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন রাজু, অ্যাডভোকেট রাশিদা মির্জা ও অ্যাডভোকেট আজিজুর রহমান রোকন।

মো. ছগির হোসেন/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।