তিন বছর পর দেশে ফিরলেন শিশুসহ ১৫ নারী-পুরুষ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৮:৩২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২

ভারতে তিন বছর কারাভোগের পর দেশে ফিরলেন শিশুসহ ১৫ নারী-পুরুষ। রোববার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশেষ ট্রাভেল পারমিটের মধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরেন তারা।

ফেরত আসাদের মধ্যে ১১ জন পুরুষ, দুইজন নারী ও দুই শিশু রয়েছে। তাদের বাড়ি খুলনা, নড়াইল, যশোর, বাগেরহাট, পাবনা, নোয়াখালী ও কক্সবাজার জেলার বিভিন্ন এলাকায়।

ইমিগ্রেশন পুলিশ জানায়, দালালের খপ্পরে পড়ে তিন বছর আগে অবৈধ পথে ভারতে যান তারা। দেশটির চেন্নাই ও দমদমসহ বিভিন্ন শহরে বাসা-বাড়িতে কাজ করার সময় সে দেশের পুলিশের হাতে আটক হন। পরে তাদের তিন বছরের জেল হয়। সাজা শেষে সেখান থেকে দুটি এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের শেল্টার হোমে রাখে।

এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়র প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন বলেন, শেল্টার হোমে রেখে তাদের স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বলেন, যাচাই-বাছাই শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। যাদের অভিভাবক আসেননি তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের শেল্টার হোমে রাখা হবে।

মো. জামাল হোসেন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।