পটুয়াখালীতে বিএনপির সমাবেশে হামলা, আহত ৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১২:৫০ পিএম, ০২ মার্চ ২০২২
ছোটাছুটি করছেন বিএনপির নেতাকর্মীরা

পটুয়াখালীতে বিএনপির মিছিল-সমাবেশে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় অন্তত ৫০ নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (২ মার্চ) সকাল ১০টার দিকে শহরের কলেজ রোড়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

পটুয়াখালী জেলা বিএনপির সদস্য সচিব শ্নেহাংশু সরকার কুট্টি বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীতে বিক্ষোভ-সমাবেশের আয়োজন করে বিএনপি। কর্মসূচিতে অংশ নিতে সকালে বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুন্নবী খান সোহেল উপস্থিত হন। এসময় লঞ্চ ঘাটেও বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা হয়। পরে সমাবেশস্থলে ছাত্রলীগ-যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা হামলা চালিয়ে আমাদের অন্তত ৫০ জনকে আহত করেন। আমরা এ হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই।

patua1

অভিযোগ অস্বীকার করে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান বলেন, হামলার সঙ্গে আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাহফুজুর রহমান বলেন, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে এসেছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

আব্দুস সালাম আরিফ/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।