মাতৃত্বকালীন ভাতা নিতে এসে ভোগান্তিতে মায়েরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৩:৫২ পিএম, ০২ মার্চ ২০২২
ভাতার জন্য ব্যাংকের বাইরে দাঁড়িয়ে আছেন মায়েরা

শরীয়তপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খেলসি গ্রামের ছাত্তার ব্যাপারীর স্ত্রী বিমলা বেগম (৪০) এসেছেন মাতৃত্বকালীন ভাতার টাকা তুলতে। ব্যাংকের সামনে পাঁচ ঘণ্টা দাঁড়িয়ে থেকেও ভেতরে প্রবেশ করতে পারেননি। ক্লান্ত বিমলা দীর্ঘ সময় রোদে দাঁড়িয়ে থেকে অসুস্থ বোধ করছিলেন। তাই কখনো দাঁড়িয়ে, কখনো বসে, আবার কখনো লাইনের পাশে একটি গলির দেয়ালে হেলান দিয়ে অপেক্ষা করছিলেন।

শুধু বিমলা নন, তার মতো কয়েকশ মানুষ বুধবার (২ মার্চ) মাতৃত্বকালীন ভাতার টাকা তুলতে এসে এভাবেই সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সড়কে অপেক্ষা করেছেন।

করোনার সংক্রমণের কিছুটা ঝুঁকি থাকলেও অপেক্ষা করার সময় কাউকেই সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। গাদাগাদি করেই লাইনে দাঁড়াতে হয়। অনেকেই মুখে মাস্কও পরেননি।

পৌরসভার কাগদি থেকে আশা ডালিয়া বেগম, রেহানা বেগম বলেন, বাড়ি থেকে ব্যাংকের দূরত্ব ৭ কিলোমিটার। এত দূর থেকে শিশু সন্তানকে নিয়ে একা আসা অনেক কষ্টের। ব্যাংক টাকা দিচ্ছে দেরিতে, রোদে দাঁড়িয়ে থেকে আমরা অস্থির হয়ে যাচ্ছি।

শরীয়তপুর মহিলা বিষয়ক অধিদফতর সূত্রে জানা যায়, শরীয়তপুর সদর উপজেলা ও সদর পৌরসভার মধ্যে ২০১৯-২০ অর্থবছরে ৮৫২ জন, ২০২০-২১ অর্থবছরে ৫০ জন এবং ২০২১-২২ অর্থবছরে ৪৯৮ জনকে মাতৃত্বকালীন ভাতা দেওয়া হচ্ছে। প্রত্যেককে মাসে ৮০০ টাকা করে দেওয়া হয়। বছরে চারটি কিস্তিতে ওই টাকা পায় তালিকাভুক্ত মায়েরা।
অগ্রণী ব্যাংক থেকে মায়েরা ওই টাকা তোলার সুযোগ রয়েছে। মহিলা বিষয়ক অধিদফতরের মাধ্যমে জি২পি দ্বারা অগ্রণী ব্যাংকে টাকা জমা হলে মায়েদের দেওয়া শুরু হয়। গত জুলাই থেকে ডিসেম্বর দুই কিস্তির টাকা বিতরণ করা হচ্ছিল জেলা শহরের অগ্রণী ব্যাংক শাখা থেকে। ওই ব্যাংকের সামনেই কয়েকশ মানুষ ভিড় করেন।

jagonews24

শরীয়তপুর পৌরসভার তুলাসার গ্রামের বাসিন্দা মরিয়ম আক্তার (৭০) বলেন, দেশটা সবদিক থেকে অনেক এগিয়েছে। এখন তো আমাদের টাকা মোবাইলেই পাঠাতে পারে। সংসারের কাজ ছেড়ে বাড়ি থেকে বের হতে চাইছিলাম না। কিন্তু টাকার প্রয়োজন থাকায় ঝুঁকি নিয়ে এসেছি, কিন্তু ভেতরে প্রবেশের জন্য দাঁড়িয়ে আছি।

হুগলি গ্রামের মনি আক্তার (২৫) বলেন, শিশু বাচ্চা নিয়ে এমনিতেই ঘরের বাহিরে আসা উচিত নয়। আমরা গরিব মানুষ এই মুহূর্তে টাকার প্রয়োজন। তাই ঝুঁকি নিয়েই টাকা নিতে এসেছি। কিন্তু পাঁচ ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছি। এখনো ব্যাংকে ঢুকতে পারছি না।

অগ্রণী ব্যাংক লিমিটেড শরীয়তপুর শহর শাখার ব্যবস্থাপক পংকজ মন্ডল বলেন, এ শাখায় শরীয়তপুর পৌরসভার ৯টি ওয়ার্ডে এক হাজার ৪০০ জনকে মাতৃত্বকালীন ভাতার হিসাব নম্বর রয়েছে। বুধবার পাঁচ শতাধিক মানুষ একসঙ্গে চলে আসায় কিছুটা ঝামেলা হয়েছিল। তাই তাদের বাইরেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।

এ বিষয়ে শরীয়তপুর মহিলা বিষয়ক অধিদফতরের প্রশিক্ষক রোজি বলেন, জেলার উপ-পরিচালক রাফিয়া ইকবাল ট্রেনিংয়ে আছেন। সদর উপজেলায় মাতৃত্বকালীন ভাতার দেওয়া হচ্ছে আজ। উপকারভোগীরা তিন কিস্তির টাকা একসঙ্গে তুলতে পারবেন।

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলেন তিনি বলেন, এভাবে বিভিন্ন সমস্যা দেখা দেয়, তাই ব্যাংকের মাধ্যমে দেওয়া হচ্ছে।

মো. ছগির হোসেন/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।