সেই হাতিকে শান্ত করতে ৪ লাখ টাকা খরচ!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৫:৪২ পিএম, ০২ মার্চ ২০২২
ট্রাকে নিয়ে যাওয়া হচ্ছে হাতিকে

লালমনিরহাটে পুনাক শিল্প মেলা থেকে শিকল ছিঁড়ে বেরিয়ে শহরে তাণ্ডব চালানো সেই হাতিটি শান্ত করার পর ট্রাকযোগে সিরাজগঞ্জে পাঠালেন দি লাইনস সার্কাসের স্বত্বাধিকারী নিরঞ্জন সরকার। হাতিটি নিয়ন্ত্রণে আনতে ৪ লাখ টাকা খরচ হয়েছে বলে দাবি করেছেন তিনি।

বুধবার (২ মার্চ) দুপুর ২টায় লালমনিরহাট বঙ্গবন্ধু কলোনির মাঠ থেকে হাতিটি ট্রাকে তোলা হয়। এ সময় মানুষের মাঝে স্বস্তি ফিরে আসে। তবে গাছপালা ও দোকানঘর ভাঙচুরের ঘটনায় ক্ষতিপূরণ দাবি করেছেন এলাকাবাসী।

এর আগে ২৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে পায়ের শিকল ছিঁড়ে শহরের বিভিন্ন এলাকায় তাণ্ডব চালায় হাতিটি। ভাঙচুর করে বেশকিছু গাছপালা ও দোকানঘর। এ সময় বেশ কয়েকজন আহত হন। পরে শহরে সাহেব পাড়ায় একটি বিলে হাতিটি অবস্থান নেয়। ওই বিল থেকে হাতিটি উদ্ধারের চেষ্টা চালিয়েও সক্ষম হননি বন বিভাগের কর্মকর্তারা।

jagonews24

প্রায় ২৬ ঘণ্টা পর ১ মার্চ দুপুরে হেলিকপ্টারযোগে বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. তপন কুমার দের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম আসে। এরপর ট্র্যাঙ্কুলাইজার যন্ত্রের মাধ্যমে অচেতন করে হাতিটি নিয়ন্ত্রণে আনা হয়

এদিকে হাতির তাণ্ডবে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্পমেলা নিয়ে জেলায় আলোচনা-সমালোচনা শুরু হয়। এতে অনেকটা বেকায়দায় পড়েন আয়োজকরা। অবশেষে মেলার আয়োজকরা সার্কাসের মালিককে হাতিটি সরাতে বলেন। সেই নির্দেশে হাতিটি সিরাজগঞ্জ নিজের বাড়িতে পাঠিয়ে দেন সার্কাসের মালিক।

পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) আয়োজিত শিল্পমেলার পরিচালক সাগর খান বলেন, ‘সবার নিরাপদ ভেবে হাতিটি সিরাজগঞ্জ পাঠিয়ে দেওয়া হয়েছে।’

jagonews24

নিরঞ্জন সরকার বলেন, ‘হাতিটি অচেতন করতে হেলিকপ্টার ভাড়া, চিকিৎসক বাবদ প্রায় ৪ লাখ টাকা খরচ হয়েছে। সব টাকা আমরা দিয়েছি। আয়োজকদের সঙ্গে আলাপ-আলোচনা করে তাদের কাছ থেকে খরচ নেওয়া হবে।’

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুবুল হক জাগো নিউজকে বলেন, বর্তমানে হাতিটি সুস্থ রয়েছে। তার শরীরে বেশ কয়েকটি ইনজেকশন দেওয়া হয়েছে। যদি আবারো তাণ্ডব চালায়, সে দুশ্চিন্তায় হাতিটি পাঠিয়ে দেওয়া হয়েছে।

রবিউল হাসান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।