দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে: শওকত মাহমুদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৬:১০ পিএম, ০২ মার্চ ২০২২

নিত্যপণ্যের দাম অসহনীয় পর্যায়ে চলে গেছে। দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাচ্ছে। জনগণের দিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকারের দুর্নীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ।

বুধবার (২ মার্চ) বিকালে ফেনী শহরের জেবি রোডে বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

শওকত মাহমুদ বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে তারেক রহমানের সেনাপতিত্বে আমরা মাঠে নেমেছি। রমজান মাসে বদর যুদ্ধ হয়েছে। রমজান মাসেই আমরা এ সরকারের পতন করবো ইনশাল্লাহ।

প্রশাসনকে উদ্দেশ্য করে তিনি বলেন, সময় বেশি নেই। সরকারের অন্যায় হুকুম মানবেন না।

jagonews24

জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মশিউর রহমান বিপ্লব, যুবদলের কেন্দ্রীয় সহ সভাপতি আজিজুল আজিজ আরজু।

জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলালের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, গাজী হাবিবুল্লাহ মানিক, এয়াকুব নবী, আলাউদ্দিন গঠন ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন খোন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়ছার এলিন, জেলা ছাত্রদলের সভাপতি এস এম ছালাউদ্দিন মামুন প্রমুখ।

নুর উল্লাহ কায়সার/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।