কথা কাটাকাটির জেরে দু’পক্ষের সংঘর্ষ, ৫ জনকে কুপিয়ে জখম
ঝিনাইদহের কালীগঞ্জে কথা কাটাকাটির জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে উপজেলার কোলা ইউনিয়নের রাকড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওয়াজেদ আলী (৭০), সুরমান আলী (৩২), মমতাজ বেগম (৪৫), রজিনা খাতুন (২৪) ও ফয়সাল হোসেন (১৯)। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ওয়াজেদ আলীর ছেলে আরমান বলেন, সকালে চায়ের দোকানে আমার সঙ্গে চাচাতো ভাই শমসের ও মতিয়ারের কথা কাটাকাটি হয়। এরপর আমি আমার কাজে চলে যাই। কিছুক্ষণ পর আমার চাচাতো ভাই ও ভাতিজা সরোয়ার, শমসের, মতিয়ার, জব্বার ও জাহিদসহ কয়েকজন দেশীয় দা ও লাঠিসোটা নিয়ে আমার পরিবারের ওপর আক্রমণ চালায়। আমার ভাই, ভাবি ও বোনদের মারতে দেখে বাবা তাদের ঠেকানোর চেষ্টা করেন। এ সময় তারা আমার বৃদ্ধ বাবাকেও কুপিয়ে জখম করে। এরপর প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’
কালীগঞ্জ হাসপাতালের চিকিৎসক ছোয়া বলেন, ভর্তি হওয়া কয়েকজনের অবস্থা একটু খারাপ। তাদের আঘাতের পরিমাণ একটু বেশি। তবে তারা সবাই শঙ্কামুক্ত।
কোলা ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দীন আল আজাদ জাগো নিউজকে বলেন, সংবাদ পাওয়ার পর দুই পরিবারের সঙ্গে কথা বলেছি। উভয়পক্ষকে ডেকে মীমাংসা করা হবে বলে।
এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতলেবুর রহমান জাগো নিউজকে বলেন, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আব্দুল্লাহ আল মাসুদ/এসজে/জেআইএম