হিলিতে কাঁচা মরিচের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা
দিনাজপুরের হিলিতে সপ্তাহের ব্যবধানে কাঁচা মচিরের দাম কেজিতে বেড়েছে ২০ টাকা। গত সপ্তাহে কাঁচা মরিচের কেজি ৩০ হলেও এখন তা বিক্রি হচ্ছে ৫০ টাকায়।
হিলির কাঁচা বাজার ঘুরে দেখা যায়, দোকানে কাঁচা মরিচের সরবরাহ কমেছে। এতে খুচরা বাজার বেড়েছে দাম।
মচির ক্রেতা আহম্মেদ আলী বলেন, ‘বাজারে সব জিনিসের দাম বেড়েই চলেছে। বাজারে কয়েকদিন আগে কাঁচা মরিচ ২৫-৩০ টাকা কেজি দরে কিনেছি। কিন্তু সপ্তাহের ব্যবধানে এখন ৫০ টাকায় কিনতে হচ্ছে।
ভ্যানচালক আব্দুর রহিম বলেন, ‘হামার কথা কেউ মনে করে না। হারা দিন দিন হতাশ হচি! কামাই কমে গেছে। তেলের দাম বেশি, সব সবজি দাম বেশি। হামার যত জ্বালা।
হিলি বাজারে কাঁচামাল বিক্রেতা কামরুল ইসলাম বলেন, কাঁচা মরিচের উৎপাদন কমেছে। ফলে কমে গেছে সরবরাহ। এ কারণেই দাম বৃদ্ধি পেয়েছে।
মো.মাহাবুর রহমান/এএইচ/জেআইএম