নরসিংদীতে যুবককে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ০৮:২১ এএম, ০৭ মার্চ ২০২২
ফাইল ছবি

নরসিংদী শহরের পাতিলবাড়ি এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। রোববার রাত ৯টার দিকে শহরের বালুর মাঠে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মন্টি দত্ত (৩৫) উত্তর কান্দা পাড়ার স্বর্ণ ব্যবসায়ী নিরঞ্জন দত্তের ছেলে।

পুলিশ জানায়, পাতিলবাড়ি সংলগ্ন বালুর মাঠের অন্ধকারে একাধিক মাদকাসক্ত যুবক সন্ধ্যার পর থেকে প্রতিদিনই আড্ডা জমায়। প্রতিদিনের মতো রোববারও নিস্তব্ধ অন্ধকার ওই মাঠে আড্ডায় অংশ নেন তারা। এ সময় সন্ত্রাসীরা মন্টি দত্তকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এলে অন্যরা পালিয়ে যায়। মন্টিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা জানা যায়নি।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, কী কারণে হত্যাকাণ্ড ঘটেছে তা প্রাথমিকভাবে বলা যাবে না। তবে অভিযান চলছে। নিহতের স্বজনরা এলে মামলা নেওয়া হবে।

সজ্ঞিত সাহা/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।