ছাতকে পানিতে ডুবে প্রাণ গেলো দুই বোনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৮:৫৩ পিএম, ০৭ মার্চ ২০২২
সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

সুনামগঞ্জের ছাতকে পানিতে ডুবে সুমাইয়া বেগম (৮) ও নাহিদা বেগম (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। সোমবার (৭ মার্চ) দুপুরে উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর গ্রাম সংলগ্ন বটেরখাল নদীতে গোসল করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুই বোন কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও কৃষ্ণনগর গ্রামের নজরুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ও প্রথম শ্রেণির শিক্ষার্থী নাহিদা। স্কুল ছুটির পর বাড়ি ফিরে তারা পাশের বটেরখাল নদীতে গোসলে করতে গেলে পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করে স্থানীয়রা নদী থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

লিপসন আহমেদ/এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।