নারী দিবসে নারীদের সাইকেল র‌্যালি 

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৪:২১ পিএম, ০৮ মার্চ ২০২২
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে নারীদের সাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। র‌্যালিতে সদর উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক নারী শিক্ষার্থী অংশ নেয়।

ঠাকুরগাঁও নারী ফোরামের আয়োজনে ও মানবকল্যাণের সহযোগিতায় মঙ্গলবার (৮ মার্চ) বেলা ১১টায় অডিটোরিয়াম বিডি হল থেকে সাইকেল র‌্যালিটি বের হয়। শহরের চৌরাস্তা প্রদক্ষিণ করে আবার একই জায়গায় এসে শেষ হয়।

jagonews24

এর আগে অডিটোরিয়াম বিডি হল মাঠে নারী দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মানবকল্যাণ পরিষদের সভাপতি বিউটি বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পৌরমেয়র আঞ্জুমান আরা বেগম বন্যা, শিশুবিষয়ক কর্মকর্তা জাবেদ আলী, নারী ফোরামের সভাপতি মনোয়ারা বেগম, মানবকল্যাণ পরিষদের সমন্বয়কারী সাদেকুল ইসলাম, নারী ফোরামের সদস্য আইনজীবী মনিকা মল্লিক, দ্রোপদী দেবী আগরওয়ালা প্রমুখ।

তানভীর হাসান তানু/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।