৩০০ লিটার তেল মজুত রেখে ১৫ হাজার টাকা জরিমানা দিলেন দোকানি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৭:৫৭ পিএম, ০৯ মার্চ ২০২২
অভিযান পরিচালনা করেন ফেনী ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা

ফেনীর পরশুরামে ৩০০ লিটার সয়াবিন তেল মজুত রাখার অপরাধে এক দোকানিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার (৯ মার্চ) বিকেলে ফেনী ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সোহেল চাকমা এ অভিযান পরিচালনা করেন।

সোহেল চাকমা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে পরশুরাম উপজেলায় অভিযান চালানো হয়। অভিযানে বিসমিল্লাহ স্টোরে দেখা যায় ১ লিটারের ৩০০ বোতল সয়াবিন মজুত করা হয়েছে। ওই তেল কেনার ভাউচারে তারিখ উল্লেখ নেই। অবৈধ মজুতের উদ্দেশ্যে তেল রাখার দায়ে বিসমিল্লাহ স্টোরের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অভিযানে মূল্য তালিকা না টাঙানোয় রুবেল স্টোরকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

নুর উল্লাহ কায়সার/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।