নরসিংদীতে রাজমিস্ত্রি হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
নরসিংদীতে রাজমিস্ত্রিকে গলা কেটে হত্যা মামলার প্রধান আসামি ইয়াসিন মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
বুধবার (৯ মার্চ) দুপুরে সদর উপজেলার করিমপুর দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার ইয়াসিন মিয়া নরসিংদী সদর উপজেলার নজরপুর গ্রামের মো. হারুন মিয়ার ছেলে।
র্যাবের নরসিংদীর ক্যাম্প কমান্ডার লে. মো. তৌহিদুল মবিন খান সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, মঙ্গলবার সকালে নজরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন পতিত জমিতে একটি মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের লোকজন মরদেহটি নজরপুর গ্রামের মৃত আবুল হাশিম মিয়ার ছেলে রাজমিস্ত্রি দুলাল মিয়ার (৩৯) বলে শনাক্ত হয়। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওই দিন রাতে নিহতের মা রিমুন নেছা বাদী হয়ে একই গ্রামের ইয়াসিন মিয়া (২৫) ও তার বাবা হারুন মিয়াসহ (৫০) অজ্ঞাত ৪-৫ জনকে আসামি মামলা করেন।
তিনি আরও জানান, দুলাল মিয়ার সঙ্গে গ্রেফতার ইয়াসিনের জমি সংক্রান্ত বিরোধ ছিল। ইয়াসিন মিয়া দুলাল মিয়াকে বাসা থেকে ডেকে নিয়ে যান। পরে তারা পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলাকেটে দুলাল মিয়াকে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যান।
সঞ্জিত সাহা/আরএইচ/এএসএম