ঝিনাইদহে জোড়া খুনের মামলায় ৪ জনের যাবজ্জীবন
ঝিনাইদহের শৈলকুপার মাইলমারী গ্রামে চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. শওকত হোসাইন এ রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি মাইলমারী গ্রামের শরিফুল ইসলাম ও মাসুমকে পূর্ব শত্রুতার জেরে পার্শ্ববর্তী রামচন্দ্রপুর শ্বশান ঘাটে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের স্ত্রী আফরোজা খাতুন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শৈলকুপায় থানা হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০১১ সালের ৩০ নভেম্বর ৯ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেন তদন্তকারী কর্মকর্তা। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আসামি আমিরুল ইসলাম, লিয়াকত আলী, আলতাফ মেম্বার ও ফারুক ওরফে বাদলকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় পাঁচজনকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে ফারুক হোসেন ওরফে বাদল পলাতক রয়েছেন।
মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ইসমাইল হোসেন। আসামি পক্ষের ছিলেন অ্যাডভোকেট কামরুল আবেদিন শাহিন।
আসামি পক্ষের আইনজীবী কামরুল আবেদিন শাহিন বলেন, রায়ে খুশি নয়। আমরা উচ্চ আদালতে আপিল করবো।
আব্দুল্লাহ আল মাসুদ/এএইচ/জেআইএম