তেলের বোতলে লেখা দাম ঘষামাজা করে গুনলেন জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৮ পিএম, ১০ মার্চ ২০২২
তেলের বোতলে লেখা দাম ঘষামাজা করে জরিমানা গুনলেন এক ব্যবসায়ী

ফেনীর পরশুরামে ৫ লিটারের সয়াবিন তেলের বোতলে লেখা দাম ঘষামাজা করে বাড়তি দামে বিক্রি করার অভিযোড়ে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করে জেলার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা বলেন, অসাধু ব্যবসায়ীরা অতিরিক্ত দামে সয়াবিন তেল বিক্রি করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করছেন। এমন তথ্যের ভিত্তিতে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোড এলাকায় অভিযান চালানো হয়।

jagonews24

অভিযানে ন্যাশনাল স্টোরে দেখা যায়, ৫ লিটারের সয়াবিন তেলের বোতলে লেখা মূল্য ঘষামাজা করে অতিরিক্ত মূল্যে তেল বিক্রি করা হচ্ছে। এ ঘটনায় ওই দোকানের মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে ওই দোকানে মূল্য ঘষামাজা করা ৫ লিটারের তিন বোতল তেল জব্দ করে স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় নিয়মিত এ ধরনের অভিযান চালানো হেবে।

নুর উল্লাহ কায়সার/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।