বগুড়ায় স্বামী পরিত্যক্তা নারীকে গলা কেটে হত্যাচেষ্টা, তরুণ আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৩:২৫ পিএম, ১১ মার্চ ২০২২
বগুড়ায় নারীকে গলা কেটে হত্যা চেষ্টার ঘটনায় আটক যুবক

বগুড়ার ধুনট পৌর এলাকায় ঘরে ঢুকে ঘুমন্ত এক স্বামী পরিত্যক্তা নারীকে গলা কেটে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লতা খাতুন (৪১) ধুনট পৌর এলাকার পূর্বভরণশাহী গ্রামের আনোয়ারুল হকের মেয়ে।

এ ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ধুনট শহর এলাকা থেকে সজিব হোসেন (২০) নামে এক তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সজিব একই এলাকার শফিকুল ইসলামের ছেলে। তিনি পেশায় নির্মাণ শ্রমিক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবেশী আবুল কালামের সঙ্গে লতা খাতুনের বিয়ে হয়েছিল। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। সংসারে বনিবনা না হওয়ায় প্রায় ১০ বছর আগে কালামের সঙ্গে তার বিয়ে বিচ্ছেদ ঘটে। তারপর থেকে হতদরিদ্র বাবার বাড়িতে বসবাস করে আসছিলেন লতা।

প্রতিদিনের মতো বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে খাবার খেয়ে নিজের ঘরে একাই ঘুমিয়ে পড়েন লতা খাতুন। রাত সাড়ে ১২টার দিকে কে বা কারা ঘরের বেড়া ভেঙে ভেতর ঢুকে লতার গলায় ধারালো অস্ত্র চালিয়ে হত্যার চেষ্টা করেন। এসময় দুর্বৃত্তের সঙ্গে ধস্তাধস্তিতে তার হাত কেটে যায়। লতার চিৎকারে প্রতিবেশীরা আসার আগেই হত্যাচেষ্টাকারী পালিয়ে যান।

আহত অবস্থায় স্বজনরা লতাকে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে কে বা কারা ওই নারীর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য এক তরুণকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এমআরআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।