পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ১০:০২ পিএম, ১১ মার্চ ২০২২
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুরে পুকুর থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় এলাকাবাসী। শুক্রবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের রাজবাড়ী মুকুন্দ শ্মশানঘাট সংলগ্ন ওসমান আলীর মালিকানাধীন পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

শিশুটির নাম মোছা. আয়েশা খাতুন। বয়স আট বছর। সে রাজবাড়ী গ্রামের আইয়ুব আলীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সকালের দিকে বাড়ি থেকে বের হয় শিশু আয়েশা খাতুন। এরপর বাড়ি ফেরেনি। আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাকে খঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ওই পুকুরের পানিতে পড়ে গিয়ে শিশুটি ডুবে থাকতে পারে বলে স্থানীয়দের মধ্যে সন্দেহ হয়। পরে পুকুরটিতে নেমে খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

পরিবারটির ধারণা, পুকুরটির পাড়ে তাদের ছাগল বাঁধা ছিল। সম্ভবত ছাগলটি আনতে যায় শিশু আয়েশা খাতুন। হঠাৎ পা পিছলে পুকুরের পানিতে পড়ে গিয়ে ডুবে মারা যায়।

এ বিষয়ে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।

এসআর

 

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।