ইটবোঝায় ট্রাক্টর উল্টে শ্রমিক নিহত
নওগাঁর মান্দায় ইটবোঝায় ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আকাশ মণ্ডল (২৩) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার (১৩ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে মান্দা-নিয়ামতপুর সড়কের কানার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আকাশ মণ্ডল উপজেলার পরানপুর ইউনিয়নের জিওল গ্রামের লালচান মণ্ডলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আকাশ মণ্ডল উপজেলার ঘাটকৈর মোড়ে জীবন কুন্ডুর ইটভাটার একটি ট্রাক্টরে শ্রমিকের কাজ করতেন। ভাটা থেকে ট্রাক্টরে ইট বোঝাই করে নিয়ামতপুরে যাচ্ছিলেন। পথে কানার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই আকাশ মারা যান। এসময় ট্রাক্টরের চালক মামুন ও শ্রমিক মারুফ পালিয়ে যান।
সংবাদ পেয়ে মান্দা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে দেয়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
আব্বাস আলী/এসআর/জিকেএস