মুদি দোকানে সার-কীটনাশক বিক্রির ঘটনায় তদন্ত শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ১২:৫২ পিএম, ১৪ মার্চ ২০২২
প্রকাশে মুদি দোকানে বিক্রি হচ্ছে সার-বীজ-কীটনাশক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মুদি দোকানে কীটনাশক, সার ও বীজ বিক্রির ঘটনায় তদন্ত শুরু করেছে কৃষি বিভাগ।

রোববার (১৩ মার্চ) দুপুরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম ও খাদিজা বেগম সরেজমিন তদন্ত শুরু করেন।

এর আগে ২ মার্চ ‘অনুমোদন ছাড়াই মুদি দোকানে বিক্রি হচ্ছে সার-কীটনাশক’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।

এ বিষয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম জানান, উপজেলার দশ রশিয়া, বিশ রশিয়া, শ্যামপুর ও জামাইপাড়াসহ বেশ কয়েকটি এলাকায় সরজমিনে তদন্তে সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন যথাযথ কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম জাগো নিউজকে বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে কীটনাশক বিক্রির জন্য লাইসেন্স নিতে হয়। লাইসেন্স ছাড়া কীটনাশক বিক্রয়ের সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনের আওতায় আনা হবে।

সোহান মাহমুদ/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।