চালু হলো ‘ইউপি সেবা ফেনী’ ওয়েবসাইট-অ্যাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৪:৫৯ পিএম, ১৪ মার্চ ২০২২
ইউপি সেবা ফেনী অ্যাপ

জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমসহ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের সেবা দ্রুত সময়ে দিতে ফেনীতে চালু হয়েছে ‘ইউপি সেবা ফেনী’ নামে ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ।

সোমবার (১৪ মার্চ) সকালে ফেনীর একটি কনভেনশন সেন্টারে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. মঞ্জুরুল ইসলাম, সিভিল সার্জন রফিক উস সালেহীন।

সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী বলেন, এ ওয়েবসাইট ও অ্যাপের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে জেলার প্রান্তিক পর্যায়ের সব নাগরিক দ্রুত সময়ে তার কাঙ্ক্ষিত সেবা পাবেন। এটি ফেনীকে ডিজিটালাইজড করার ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে নেবে।

জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, এ ওয়েবসাইট ও অ্যাপে নাগরিকরা অনলাইনে যে কোনো সনদের আবেদন এবং সনদ ট্র্যাকিং, বাংলা এবং ইংরেজি সনদের জন্য আবেদন, ট্রেড লাইসেন্স সনদ, সনাতন ধর্মাবলম্বী সনদ, প্রত্যয়নপত্র, পারিবারিক সনদ, অনাপত্তিপত্র, ভোটার আইডি স্থানান্তর, নতুন ভোটার সুপারিশপত্র, রাস্তা খননের অনুমতিপত্র, নদী ভাঙনের সনদের আবেদন, ট্রেড লাইসেন্স যাচাই, সনদ ও কর আদায়ের রশিদ দেওয়া, কর্মকর্তা ব্যবস্থাপনাসহ নানা ধরনের নাগরিক সেবা যুক্ত করা হয়েছে। নাগরিকরা ঘরে বসে নিজের মোবাইলে আবেদন করে প্রতিকার পাবেন।

নুর উল্লাহ কায়সার/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।