কাপ্তাই হ্রদে পর্যটকদের তৃষ্ণা মেটাবে ‘রাঙ্গাতরী’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০১:৪৫ পিএম, ১৬ মার্চ ২০২২
যাত্রা শুরু করেছে ‘রাঙ্গাতরী’

কাপ্তাই হ্রদের ভ্রমণকে আরও উপভোগ্য করে তুলতে যাত্রা শুরু করেছে ‘রাঙ্গাতরী’ নামে একটি হাউসবোট। বিশ্ববিদ্যালয় পড়ুয়া তিন শিক্ষার্থী প্রায় ১৫ লাখ টাকা ব্যয়ে কাপ্তাই হ্রদে ভ্রমণের জন্য দৃষ্টিনন্দন এ বোট নির্মাণ করেন।

বুধবার (১৬ মার্চ) সকালে এ হাউসবোট উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।

এসময় রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জুয়েল শিকদার, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসান ইকবাল চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

কাপ্তাই হ্রদে পর্যটকদের তৃষ্ণা মেটাবে ‘রাঙ্গাতরী’

উদ্যোক্তারা জানান, ইন্টারনেটে কাশ্মীরের হাউজবোট সেবা দেখে কাপ্তাই হ্রদে পর্যটকদের জন্য এ পরিষেবা চালু করা হয়েছে। আগত পর্যটকদের পাহাড়ের আরও কাছে নিয়ে প্রকৃতির রূপ উপভোগের সুযোগ তৈরির জন্য রাঙ্গাতরী নির্মাণ করা হয়েছে।

কাপ্তাই হ্রদে পর্যটকদের তৃষ্ণা মেটাবে ‘রাঙ্গাতরী’

এ বিষয়ে জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, হ্রদকে ভালোবেসে এবং পর্যটকদের উন্নত সেবা প্রদানের জন্য তরুণরা এভাবে এগিয়ে আসা পর্যটন শিল্প বিকাশের জন্য ইতিবাচক। এভাবে স্থানীয়রা পর্যটন বিকাশে এগিয়ে আসলে রাঙামাটির অর্থনৈতিক ক্ষেত্রেও আরও সমৃদ্ধ হবে।

শংকর হোড়/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।