শ্যামনগরে বালু উত্তোলনের দায়ে দুজনের জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ১৭ মার্চ ২০২২
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুজনকে জরিমানা

সাতক্ষীরার শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উত্তোলন করার দায়ে দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার আটুলিয়া ও পদ্মপুকুর ইউনিয়নের মধ্যবর্তী খোলপেটুয়া নদীতে অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার  (ভূমি) মো. শহীদুল্লাহ।

jagonews24

মো. শহীদুল্লাহ বলেন, চক্রটি দীর্ঘদিন ধরে খোলপেটুয়া নদীর বিভিন্ন স্থান থেকে বালু উত্তোলন করে আসছে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. আলফাজ হোসেন ও মো. জামাল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পদ্মপুকুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আমজাদ হোসেন, ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা তপন কুমার মণ্ডল ও শ্যামনগর থানার এসআই মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

আহসানুর রহমান রাজীব/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।