সাজেকে পর্যটকের উপচেপড়া ভিড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১৭ মার্চ ২০২২

টানা তিনদিনের ছুটিতে রাঙ্গামাটির সাজেকে প্রচুর ভ্রমণপ্রেমী ঘুরতে এসেছেন। সাজেক ভ্যালির চারদিকে মানুষের উপচেপড়া ভিড়। এখানকার হোটেল, মোটেল ও রিসোর্টের সবগুলো রুম অগ্রিম বুকিং হয়ে যাওয়ায় অনেকেই হতাশ হয়ে ফিরে গেছেন। অনেকে আবার বাড়তি টাকায় তাঁবুতে অবস্থান করছেন।

সাজেকের মেঘালয় রিসোর্টের স্বত্বাধিকারী মোহাম্মদ জুয়েল বলেন, টানা ছুটির কারণে বৃহস্পতি, শুক্র ও শনিবার সাজেকের ১১০টি রিসোর্ট ও কটেজ সম্পূর্ণ বুকিং হয়ে গেছে। এখন আর নতুন করে কাউকে রুম দিতে পারছি না।

jagonews24

সাজেকের রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং জুমাঘর কটেজের মালিক জেরী লুসাই বলেন, সাজেকে বর্তমানে ধারণ ক্ষমতার পাঁচগুণ পর্যটক অবস্থান করছেন। আমরা তাদের রুম দিতে পারছি না বলে অনেক পর্যটক ফিরে গেছেন।

ঢাকা থেকে আগত পর্যটক আশরাফুল ইসলাম বলেন, আমরা তিন মাস আগে রুম বুকিং দিয়েছিলাম বলে এখন এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারছি। ইমতিয়াজ মাহমুদ নামে আরেক পর্যটক বলেন, সাজেকে দেশের অন্য সব পর্যটন স্পটের চেয়ে গাড়ি ভাড়া, রিসোর্ট বুকিং, খাবার খরচ অনেক বেশি।

jagonews24

সাজেকের জনপ্রিয় রেস্টুরেন্ট মনটানার মালিক মোহাম্মদ জহির রায়হান বলেন, আমরা বাড়তি পর্যটকদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছি। তবে সাধ্যমতো চেষ্টা করছি পর্যটকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে।

সাজেক অঞ্চলের সেনাবাহিনীর বাঘাইহাট সিক্স বেঙ্গল জোন কমান্ডার লেফটন্যান্ট কর্নেল মুনতাসীর রহমান চৌধুরী বলেন, সাজেকে নিরাপত্তা বাহিনীর কড়া নজরদারি রয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য আমরা নিয়মিত টহলের পাশাপাশি দুবার স্কট দিয়ে থাকি। কঠোর নিরাপত্তার কারণেই সাজেক পর্যটকদের কাছে নিরাপদ এবং পছন্দের শীর্ষে।

শংকর হোড়/এমআরআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।