সবজির ‘পিরামিড’ ডালের ‘মানচিত্র’
ফেনীতে সপ্তাহব্যাপী মেলার প্রথমদিনে জেলা কৃষি বিভাগের ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের নজর কেড়েছে। কৃষি বিভাগের প্রদর্শনীতে সবজির পিরামিড, ডালের তৈরি মানচিত্রসহ স্থানীয় পর্যায়ে উৎপাদিত ফসলের উপস্থাপনের প্রশংসা করছেন দর্শনার্থীরা।
মুক্তির মার্চ ও সুবর্ণজয়ন্তী উপলক্ষে ফেনীর পিটিআই স্কুল মাঠে এ মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ দর্শনার্থীদের বিগত সময়ে সরকারের বিভিন্ন উন্নয়ন, অগ্রগতি ও উদ্ভাবন নিয়ে ধারণা দেওয়া হয়। পাশাপাশি স্টলগুলোতে দর্শনার্থীদের বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।
ফেনী সদর উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তার বিথী বলেন, ‘ফেনীর বিভিন্ন উপজেলায় বিভিন্ন রকমের ডাল আবাদ হয়। যে উপজেলায় যে ধরনের ডালের আবাদ বেশি সে উপজেলায় ওই ডাল দিয়ে মানচিত্র বানানো হয়েছে। যাতে দর্শকরা সহজেই মানচিত্রটি দেখলে বুঝতে পারেন কোন উপজেলায় কোন ডাল বেশি আবাদ হয়ে থাকে। এছাড়া আমাদের স্টলের সামনে স্থাপিত সবজির পিরামিডটি দূর থেকে দর্শনার্থীদের আকৃষ্ট করছে। আশা করি মেলার শেষদিন পর্যন্ত এমন উপস্থাপনা আমাদের সেরা স্টলের মর্যাদা দেবে।’

জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক তারিক মাহমুদুল ইসলাম বলেন, ‘প্রথমদিনেই দর্শনার্থীদের দৃষ্টি ছিল কৃষি বিভাগের প্রদর্শনী স্টলের দিকে। আশা করি এতে করে দর্শনার্থীরা ফেনীর কৃষিতে উন্নয়ন, অগ্রগতি ও উৎপাদন নিয়ে একটি ধারণা পাবেন।’

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রজত বিশ্বাস জানান, মেলায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ৫০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলায় প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। আগামী ২৩ মার্চ পুরস্কার বিতরণের মাধ্যমে মেলাটি শেষ হবে।
নুর উল্লাহ কায়সার/এসআর/এএসএম