প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরে স্কুলে গেলো স্বর্ণা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২০ মার্চ ২০২২

ইউনিফর্ম পরে না যাওয়ার অভিযোগে স্কুল থেকে বের করে দেওয়া হয় ষষ্ঠ শ্রেণির ছাত্রী সুমাইয়া সিনহা স্বর্ণাকে। পরে প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরে নতুন ব্যাগ নিয়ে সেই স্কুলেই গেলো স্বর্ণা।

রোববার সকালে প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম পরে সে ফুলবাড়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে যায়। এর আগে ১৬ মার্চ রাতে প্রধানমন্ত্রীর দেওয়া ইউনিফর্ম ও ব্যাগ তার হাতে পৌঁছে দেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। থ্যালাসেমিয়ায় আক্রান্ত স্বর্ণার চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।

এছাড়াও তার চিকিৎসার জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এককালীন অনুদানের টাকা প্রদানের আশ্বাস প্রদান করা হয়। যার পক্রিয়া চলমান রয়েছে।

সুমাইয়া সিনহা স্বর্ণা পৌর শহরের রামচন্দ্রপুর গ্রামের ক্ষুদ্র সুপারি ব্যবসায়ী মো. শাহিনুর ইসলামের মেয়ে। তারা বাবা ফেরি করে সুপারি বিক্রি করেনে।

jagonews24

১৬ মার্চ সকালে ইউনিফর্ম ছাড়াই স্কুলে যায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী স্বর্ণা। টাকার অভাবে টেইলার্সে দেওয়া ইউনিফর্মটি তুলতে পেরেছিলেন না ক্ষুদ্র সুপারি ব্যবসায়ী শাহিনুর ইসলাম। এদিকে স্কুলে ইউনিফর্ম পরে না যাওয়ায় স্বর্ণাকে প্রধান শিক্ষক হাসেম আলী সকলের সামনে অপমান করে স্কুল থেকে বের করে দেন।

বিষয়টি নিয়ে জাগো নিউজে ওইদিনই একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রকাশিত প্রতিবেদনটি প্রধানমন্ত্রীর নজরে এলে তাৎক্ষণিক জেলা প্রশাসককে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন মন্ত্রীপরিষদ সচিব। এরপরই সকল ব্যবস্থা গ্রহণ করা হয়।

নতুন ইউনিফর্ম ও ব্যাগ নিয়ে স্কুলে যাওয়ার সময় সুমাইয়া সিনহা স্বর্ণা জাগো নিউজকে বলে, ‘আমি অসুস্থ। আমার চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী জেলা প্রশাসককে বলেছেন। আমি নতুন ইউনিফর্ম পরে ব্যাগ নিয়ে স্কুলে যাচ্ছি। আমার অনেক আনন্দ লাগছে। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।’

এমদাদুল হক মিলন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।