চলন্ত ট্রেনে থাবা মেরে মোবাইল ছিনিয়ে নিতেন তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৭:০৬ পিএম, ২০ মার্চ ২০২২
গ্রেফতার মোবাইল ছিনতাইকারীরা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চলন্ত ট্রেনের যাত্রীদের কাছ থেকে মোবাইল ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় ছিনতাই করা চারটি মোবাইল উদ্ধার করা হয়।

রোববার (২০ মার্চ) দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

jagonews24

গ্রেফতাররা হলেন- আশুগঞ্জের চর চারতলার সাগর মিয়া (২০), যাত্রাপুরের বিজয় (১৯), চর চারতলার জনি মিয়া (১৯) ও নরসিংদীর রায়পুরা উপজেলার শিবলী মাহমুদ (২৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৯ মার্চ) সন্ধ্যায় আশুগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালান র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সদস্যরা। এসময় মোবাইলসহ ছিনতাইকারীদের গ্রেফতার করা হয়।

jagonews24

র‌্যাব জানায়, গ্রেফতার সাগর মিয়ার নেতৃত্বে আশুগঞ্জ মেঘনা নদীর ব্রিজে ট্রেন আসার আগে রেলিং ধরে মোবাইল ছিনতাইয়ের জন্য ওঁত পেতে থাকেন ছিনতাইকারীরা। ট্রেন আসলে যাত্রীরা যখন ব্রিজ এবং মেঘনা নদীর প্রাকৃতিক দৃশ্য ধারণ করার জন্য মোবাইল বের করে ছবি তুলতে থাকেন, তখন ছিনতাইকারীরা থাবা দিয়ে মোবাইল নিয়ে যান। কখনো কখনো ছিনতাইকারীরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে যাত্রীদের আঘাতও করেন। এরপর ছিনতাই করা মোবাইলগুলো গ্রেফতার শিবলী মাহমুদসহ বিভিন্ন ব্যক্তির কাছে তারা বিক্রি করেন।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, উদ্ধার মোবাইল এবং গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।