ওষুধের দোকানে মিললো ৫৮৯ বোতল অ্যালকোহল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:০৮ পিএম, ২১ মার্চ ২০২২
র‌্যাবের হাতে আটক ইয়াসিন আরাফাত

সিরাজগঞ্জের বেলকুচিতে ওষুধের দোকান থেকে ৫৮৯ বোতল অ্যালকোহলসহ ইয়াসিন আরাফাত (২০) নামের এক যুবককে আটক করেছে র‌্যাব।

সোমবার (২১ মার্চ) দুপুর ১২টার দিকে র‌্যাব-১২ এর মেজর (মিডিয়া অফিসার) এম. রিফাত-বিন-আসাদ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

jagonews24

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় র‌্যাব। এসময় বেলকুচি পৌর এলাকার মনির হোমিও হলের অভিযান চালিয়ে ৫৮৯ বোতল অ্যালকোহলসহ উপজেলার বেড়াখারুয়া গ্রামের শাহ-আলমের ছেলে আরাফাতকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও নগদ ছয় হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

রিফাত-বিন-আসাদ আরও জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা দিয়ে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।